Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় : সুপ্রিম কোর্ট

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কোনো কারণে পুরুষ বিবাহে অক্ষম হলে সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় বলে বুধবার রায় দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট। জানা গেছে, মহারাষ্ট্রের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের শুনানি শেষে বিচারপতি একে সিকরি ও এস আবদুল নাজিরের বেঞ্চের পর্যবেক্ষণ, ধর্ষণ ও সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের মধ্যে পার্থক্য রয়েছে। অভিযোগের বিবরণ অনুযায়ী, ওই নারী বিবাহবিচ্ছেদের পর চিকিৎসকের প্রেমে পড়েছিলেন। তারা একসঙ্গে থাকতেও শুরু করেন। বেশ কয়েক দিন ধরেই একসঙ্গে থাকছিলেন তারা। কিন্তু ওই নারী যখন জানতে পারেন, তিনি অন্য কাউকে বিয়ে করেছেন, তখনই অভিযোগ করেন। সুপ্রিমকোর্টের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এমন পরিস্থিতি থাকতে পারে, যে বিবাহ করতে অপরাগ অভিযুক্ত। কিন্তু সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার (ধর্ষণ) অভিযোগগুলো কোনোভাবেই প্রযোজ্য হচ্ছে না।’ এর আগে ওই মামলা নিয়ে মুম্বাই হাইকোর্টে যান ওই নারী। কিন্তু সেখানে মামলায় হারার পর সুপ্রিমকোর্টের শরণাপন্ন হন
তিনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ