Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনার মূল অভিযুক্ত গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ৫:৫৮ পিএম

উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় মূল অভিযুক্ত বজরং দলের স্থানীয় নেতা যগেশ রাজকে গ্রেফতার করল পুলিশ। গত এক মাস ধরে পুলিশে নাগালের বাইরে ছিল সে। এবার বজরং দলের পক্ষ থেকে তাকে পুলিশের হাত্র তুলে দেওয়া হয়েছে।
গত মাসের ৩ তারিখ বুলন্দশহরের রাস্তায় খুন হন পুলিশ আধিকারিক সুবোধ কুমার। সেই ঘটনাতেই মূল অভিযুক্ত যগেশ। সেদিন জঙ্গল থেকে গুরুর মাংস উদ্ধার হয়। এরপরই এলাকার বাসিন্দাদের উত্তেজিত করার অভিযোগ ওঠে যগেশের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে যান সুবোধকুমার সিং। তখনই প্রায় চারশো জন মানুষ তার দিকে তেড়ে আসেন, ছুঁড়ে মারা হয় পাথর, তাতেই প্রাণ হারান তিনি। এই ঘটনায় বছর কুড়ির এক যুবকের মৃত্যু হয়। এতে অভিযুক্ত কালুয়া নামে আরেক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। সেও সুবোধকে আক্রমণ করেছিল বলে পুলিশের অনুমান। হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে সুবোধের আঙুল এবং মাথায় আঘাত করে কালুয়া। পরে গুলি করা হয় পুলিশ কর্মীকে। তাকে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে। সূথ্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুলন্দশহর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ