Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৪

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কুমিল্লার চান্দিনায় সফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত সফিকুল ইসলাম ওই গ্রামের আলী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার চাঁদসার গ্রামের আলী মিয়ার পাঁচ ছেলে এবং একই গ্রামের আব্দুল হাকিম পরিবারের এর চার ছেলের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সকালে মৃত আলী মিয়ার ছেলে তৌফিক ওই জমির একটি গাছের ডাল কাটতে গেলে বাধা দেয় আব্দুল হাকিমের ছেলেরা। এতেই দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুল হাকিম এর ছেলে ও পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মারাত্মক আহত হয় সফিক, তৌফিক, ফারুক ও তার স্ত্রী লিলি বেগম। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সফিকুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, সকালে নিহত সফিকুল ইসলামের বড় ভাই মমতাজ উদ্দিন বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ