পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাপা মহাজোটে থাকবে নাকি বিরোধী দলে যাবে তা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের। তবে আগামীকাল শপথ অনুষ্ঠানে জাপার নব-নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করবে ।
আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নব-নির্বাচিত সংসদ সদস্যদের টানা তিন ঘণ্টার বৈঠক শেষে সংবাদ ব্রিফংয়ে তিনি এ কথা বলেন ।
কাদের বলেন, আমরা মহাজোটের সঙ্গে মিলেমিশেই নির্বাচন করেছি । এখন তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সামনে অগ্রসর হবে জাপা । মহাজোটের সাথে আলাপ আলোচনা করে, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে জাপা সিদ্ধান্ত নেবে, সংসদে বিরোধীদলে যাবে কি না। আমরা মনে করি এখনও মহাজোটের অংশ হিসেবে আছি। মহাজোটের স্বার্থে যেটা করতে হবে, সেটাই করব৷ বৃহস্পতিবার সাংসদদের শপথ গ্রহণের পর জাপার পার্লামেন্টারি কমিটির সদস্যরা আরেকটি সভায় বসবে। তারপর জাপার বিরোধী দলে যাওয়া, মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।