মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন বছরের আগমন উপলক্ষে বিশ্বজুড়েই থাকে নানা ধরনের আয়োজন। বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে বরণ করে বিশ্ববাসী। তবে ইন্দোনেশিয়ায় এবার ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানো হলো একটু ভিন্নভাবে। দেশটির রাজধানী জাকার্তায় গণবিয়ে আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেয় এক ঝাঁক তরুণ-তরুণী। নতুন বছরের প্রথম দিনটি সেখানে শুরু হয় বৃষ্টি দিয়ে। বৃষ্টি উপেক্ষা করে তাঁবুর নিচে পাঁচ শতাধিক যুগল বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। জাকার্তা সিটি কর্তৃপক্ষ এই গণবিয়ের আয়োজন করে। অনুষ্ঠানটি আয়োজন করা হয় গরীব পরিবারের সদস্যদের জন্য, যাদের জন্ম ও বিয়ে সংক্রান্ত সরকারি কাগজপত্র নেই। জাকার্তার গভর্নর আনিস বাশ্বেদান জানিয়েছেন, আইনগতভাবে বৈধ বিয়ে বাবা ও সন্তানদের চিকিৎসা ও শিক্ষাখাতের মতো সরকারি চাকরিতে প্রবেশে সহায়তা করে। এই গণবিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের যুগলটি ছিল ৭৬ ও ৬৫ বছরের। আর সবচেয়ে কম বয়সী যুগল ছিল ১৯ বছরের। এর মাধ্যমে জাকার্তা সরকার নতুন বছর আগমন উপলক্ষে দ্বিতীয় বারের মতো গণবিয়ের আয়োজন করলো। জাকার্তা পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।