Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাটি কেটে কোটিপতি হওয়ার গল্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

মতিলাল ও রঘুবীর। তারা দুজনেই গরীব। কিন্তু হঠাৎ করে তারা কোটিপতি বনে গেছেন। জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলায় দুই মাস আগে স্থানীয় দুই শ্রমিক মতিলাল ও রঘুবীর মাটি কাটতে বের হন। মাটি কাটার সময়ে তারা একটি হীরা খণ্ড পান। পরে সেই হীরাটি নিয়ে ওই জেলার কর্মকর্তার অফিসে নিয়ে যান। তার পরেই সরকারের তরফে নিলামের আয়োজন করা হয়। প্রতি ক্যারেট হীরার দাম ৬ লাখ টাকা। ওই শ্রমিকদের হীরাটি ৪২ ক্যারেটের। মোট ২ কোটি ৫৫ লাখ টাকায় বিক্রি হয় হীরাটি। এক হীরে ব্যবসায়ী হীরাটি কেনেন। মোট টাকার কিছু অংশ ট্যাক্স হিসাবে দিতে হয় মতিলাল ও রঘুবীরকে। সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন তারা। যার ফলে মাটি কাটতে গিয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন মতিলাল ও রঘুবীর। ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটিপতি হওয়ার গল্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ