মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
থাইল্যান্ডের পাথো জেলায় নতুন বছরের রাতে পারিবারিক পার্টিতে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়িতে অবহেলার শিকার হয়ে ক্ষুব্ধ ওই ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরিবারের সবাই টেবিলে বসার পর বন্দুক উঠিয়ে এলোপাতাড়ি গুলি করে সবাইকে হত্যা করেন সুচিপ সোরনসাং নামের ওই ব্যক্তি। এর পর গুলি নিজের দিকে ঘুরিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ বলছে, নিহতদের মধ্যে হামলাকারীর ৯ বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়েও রয়েছে। নিহত বাকি চার জনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ, তাদের বয়স ৪৭ থেকে ৭১ বছরের মধ্যে হবে। মধ্যরাতের পর মঙ্গলবার বছরের প্রথম দিন শুরুর ১০ মিনিটের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। সোমবার সুচিপ নতুন বছর উদযাপন করতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চুম্ফোনে তার শ্বশুরবাড়িতে যান। একটি বিউটি পার্লারে আয়োজিত পার্টি চলার সময় সুচীপ প্রচুর মদ্যপান করেন। এর পর সবাই টেবিলে বসে গেলে নিজের পিস্তল বের করে গুলি শুরু করেন। ফাতোর পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল লারপ কামপাপান জানিয়েছেন, নিহতরা সবাই সুচিপের পরিবারের সদস্য। তাদের মাথায় অথবা শরীরে গুলি করা হয়। রয়টার্স, সানডে এক্সপ্রেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।