Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলবোর্নের পিচও ‘গড়পড়তা’

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রিপোর্টটি যখন পড়ছেন ততক্ষণে সিডনিতে শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া-ভারতের শেষ টেস্ট। তবে তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ দিয়েছে আইসিসি। সিরিজের তৃতীয় ম্যাচের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচকে ‘অ্যাভারেজ’ তথা ‘গড়পড়তা’ রেটিং দিয়েছে আইসিসি। আরেকটু হলে (গড়পড়তার নিচে বা বাজে রেটিং পেলে) ডিমেরিট পয়েন্টও পেয়ে যেত মেলবোর্নের পিচ।
ম্যাচে স্বাগতিকদের ১৩৭ রানের ব্যবধানে হারিয়ে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের প্রথম দুই দিনে দারুণ ব্যাটিং করে ৭ উইকেটে ৪৪৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। কিন্তু এর পরই ঘুরে যায় পিচের চরিত্র। তৃতীয় দিনে দুই দলের মিলিয়ে উইকেটের পতন ঘটে ১৫টি। প্রথম দুই দিন দুর্দান্ত ব্যাটিং উইকেট হুট করেই হয়ে যায় বোলিং উইকেট। সেদিনই মূলত নির্ধারিত হয়ে যায় ম্যাচের ফলাফলও। পরে ১৩৭ রানের ব্যবধানে জিতে শেষ হাসি আসে ভারতই। তবে ম্যাচ শেষে এই পিচকে অ্যাভারেজ বলে ঘোষণা দিয়েছেন ম্যাচ রেফারী অ্যান্ডি পাইক্রফট।
টেস্ট ক্রিকেটে পিচের মান নিয়ন্ত্রণের জন্য গত বছরের শুরুর দিকে এই রেটিং পদ্ধতি চালু করে আইসিসি। যেখানে পিচের মান বিবেচনা করে পাঁচ ধরণের রেটিং দেয়া হয়। এই পাঁচ রেটিং হলো-খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, বাজে। অ্যাডিলেড ওভালে ভারতের জয় পাওয়া সিরিজের প্রথম টেস্টের পিচকে ‘খুব ভালো’ এবং পার্থের পিচকে ‘গড়পড়তা’ রেটিং দিয়েছিল আইসিসি। এবার মেলবোর্নকেও দেয়া হলো ‘গড়পড়তা’ রেটিং। গত বছর এমসিজিকে ‘বাজে’ রেটিং দিয়েছিলেন রঞ্জন মাদুগালে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলবোর্নের পিচও ‘গড়পড়তা’

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ