Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিটকে গেলেন দেল পোত্রো

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তবে হাঁটুর চোটটা এখনও সেরে না উঠায় বছরের প্রথম গ্যান্ড স্ল্যামে খেলা হচ্ছে না হুয়ান মার্টিন দেল পোত্রোর। গতকাল নিজের চোটের সার্বিক অবস্থা নিয়ে টুইটারে আক্ষেপভরা এক স্ট্যাটাসে বিশ্ব র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে থাকা তারকা জানালেন পুনর্বাসন ভালোভাবে চলছে তার, তবে ফিরতে প্রস্তুত নন এখনও, ‘পুনর্বাসন ভালোভাবেই চলছে। তবে এই মুহূর্তে থাকতে পারছি না, আপনাদের শিগগিরই জানাবো কবে ফিরতে পারবো। তবে দুর্ভাগ্যবশত অস্ট্রেলিয়ান ওপেনে সেটা আর হচ্ছে না।’
২০০৯ সালের ইউএস ওপেন জয়ী দেল পোত্রো পুরনো চোটে আক্রান্ত হন গত অক্টোবরের সাংহাই মাস্টার্সে। একটি গ্র্যান্ড স্ল্যাম জেতার পর থেকেই চোট জর্জর হয়ে আছেন ক্যারিয়ারের বাকিটা সময়। এমন বাজে অবস্থায় ফর্ম পেতে সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। এই সময়ে কব্জিতে সার্জারি করিয়েছেন তিনবার।
তবে এই বছর ভালোভাবে কাটিয়েছেন। মার্চে রজার ফেদেরারকে হারিয়ে জিতেছেন বিএনপি প্যারিবাস ওপেন। ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে, আর উইম্বলডনে পৌঁছান শেষ আটে। ইউএস ওপেনে ফাইনালে পৌঁছালেও নোভাক জোকোভিচের কাছে হেরে যেতে হয় তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিটকে গেলেন দেল পোত্রো

২ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ