পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
মঙ্গলবার উপাচার্য গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ-ভিত্তিক দল বাংলাদেশ আওয়ামী লীগ একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি।’
উপাচার্য একই সঙ্গে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য জনগনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিনন্দন বার্তায় উপাচার্য আশা প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতার নেতৃত্ব দানকারী শক্তির এই বিজয়ের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
উপাচার্য বলেন, ‘ঐতিহাসিক এ বিজয় শুধু আওয়ামী লীগের একার নয়, সমগ্র বাঙালি জাতি ও বাংলাদেশে বসবাসকারী সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী এ বিজয়ের সমঅংশীদার।’
উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০২২ সালের ভেতররই ‘মধ্যম আয়ের দেশ’ অর্জনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।