পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসাবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজ আল হাসান।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিজ ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন।
এ বিষয়ে রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘সদ্য সাবেক প্রক্টর সিকদার মো. জুলকারনাইন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে গিয়েছেন। তাই তার স্থলাভিষিক্ত নতুন প্রক্টর হিসাবে ফিরোজ আল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।’
নিয়োগপ্রাপ্ত নতুন প্রক্টর ফিরোজ আল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্র-শিক্ষক সকলের সহযোগীতায় কাজ করে যাব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।