Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে লক্ষাধিক শিক্ষার্থীদের হাতে নতুন বই

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ৫:২০ পিএম

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৯ হাজার ৮‘শ ৭০ জন শিক্ষার্থীদের মাঝে ১১ লাখ ১৫ হাজার ৮০৪ কপি নতুন বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুড়িগ্রাম-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদেরকে বেলুন ও চকোলেট উপহার দিয়ে বরণ করে নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবীবা পলির সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক শাহ্, সহকারি শিক্ষা অফিসারগণ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ অভিভাবকবৃন্দ।
এদিকে, উপজেলার সরদারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধন করেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার ও পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার।
উপজেলার ২ শত ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় , ১৭ টি কিন্ডার গার্টেন স্কুল ও এনজিও পরিচালিত ৪ টি স্কুলের ৬১ হাজার ১১০ জন শিক্ষার্থীর হাতে ২ লক্ষ ৮৫ হাজার ১৪৪ কপি নতুন বই এবং ৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ হাজার ৩ শত জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ২৫ হাজার, ৫৬ টি মাদরাসার ১৬ হাজার ২শত জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৩৩ হাজার ৫ শত , এবতেদায়ী পর্যায়ের ২ হজার ৫ শত শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫০ হাজার ও ভোকেশনাল পর্যায়ে ৭৬০ শিক্ষার্থীর মাঝে ১২ হাজার ১৬০ কপি নতুন বই বিতরণ করা হয়েছে।
শিশুরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ উল্লাসে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সমস্বরে বলে ওঠে ‘থ্যাঙ্ক ইউ পিএম’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ