Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগাছায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রংপুরের পীরগাছায় গতকাল সোমবার দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ৭ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার কান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হরিদেব চাপড়া গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভোটের দিন এ উত্তপ্ত ছড়িয়ে পড়লেও প্রশাসনের উপস্থিতিতে তা কিছুটা শান্ত থাকে। সোমবার দুপুরে ওই ঘটনার জের ধরে আবারও আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের সমর্থকদের মাঝে বাক বিতÐার সৃষ্টি হয়। পরে একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে উভয় গ্রæপের ৭ জন আহত হয়। এদের মধ্যে আতোয়ার মিয়া(৪০), ছকিনা বেগম(২৮) ও নছিরণ বেগমকে(২৬) গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের প্রত্যেককে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে বলে এলাকাবাসী জানায়।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী সহিংসতায় বিএনপি-জামায়াতের লোকজনের হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পীরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ