মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের জেবেল জাইস পর্বতে উদ্ধার অভিযান চালানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। শনিবার রাস আল খাইমাহ এলাকায় অগুস্টা ১৩৯ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার। খবর বিবিসি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলমান থাকায় তারা দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে পারছে না। রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানিয়েছে, দুর্ঘটনায় পাইলট সাকর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ আল ইয়ামাহি, হামিদ মোহাম্মদ ওবায়েদ আল জাবি, নেভিগেটর জসিম আব্দুল্লাহ আলি তুনাইজি ও প্যারামেডিক মার্ক রক্সবার্গ নিহত হয়েছেন। এদের মধ্যে রক্সবার্গ দক্ষিণ আফ্রিকার নাগরিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।