মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্ট্যাম্প কেলেঙ্কারিতে অভিযুক্ত আব্দুল তেলগি এবং অন্যান্যদের মুক্তি দিল মহারাষ্ট্রের এক আদালত। বহু কোটি টাকার জাল স্ট্যাম্প কেলেঙ্কারির কিংপিন হিসেবেই পরিচিত ছিল তেলগি। এ চক্র ছড়ানো ছিল বেশ কয়েকটি রাজ্য জুড়ে। সবচেয়ে বড় কথা, তেলগি গত বছরই মারা গিয়েছে। বহু মামলায় অভিযুক্ত তেলগির সব মিলিয়ে মোট ৩০ বছরের কারাদণ্ড হয়েছিল। জেল খাটতে খাটতেই গত বছরের অক্টোবরে বেঙ্গালুরুতে মারা যায় সে। তেলগি ছিল এক রেল কর্মচারীর ছেলে এবং এক প্রাক্তন ট্রাভেল এজেন্ট। প্রায় এক দশক সময় ধরে জাল স্ট্যাম্পের চক্র চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০০১ সালে কর্নাটক পুলিশ তাকে গ্রেফতার করে। মোট ১১টি রাজ্যে বেশ কিছ মামলায় অভিযুক্ত ছিল এই তেলগি। অভিযোগ, বেশ কিছু সরকারি আধিকারিকদের যোগসাজশে এই চক্র চলত। তদন্তের সময়ে নাম উঠে এসেছিল বেশ কয়েকজন শীর্ষ পুলিশকর্তা এবং রাজনীতিবিদদের। অভিযোগ, সরকারি আধিকারিক এবং রাজনৈতিক নেতাদের সহায়তায় জাল স্ট্যাম্প পেপার ছাপাত তেলগি, তারপর সেগুলি পাইকারি ভাবে বিক্রি করত ব্যাঙ্ক, ইনশিওরেন্স কোম্পানি এবং স্টক ব্রোকারেজ ফার্মে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।