মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সুখের জন্য সময় না অর্থ কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? অবাধ পুঁজির যুগে প্রায় সবাই হয়তো বলে ফেলবে অর্থ। বলাটাও অবাস্তব কিছু নয় বরং স্বাভাবিকই। সময়ের সঙ্গে অর্থ যোগের সরাসরি সম্পর্ক রয়েছে। এটা খুবই সহজ কথা। আপনি কম সময় কাজ করলে আয় কম হবে, বেশি সময় কাজ করলে আয় বেশি হবে। তবে সবাই এটাও বেশ ভালোভাবেই জানে সময় আমাদের জীবনে কতোটা গুরুত্বপূর্ণ। এই জটিল জবাবের উত্তর খুঁজতেই এ বছর এক গবেষণা চালানো হয়েছে। তাতে দেখা যায়, সুখী জীবনযাপনের জন্য সময়কেই মানুষ অর্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, জাদুঘর পরিদর্শক এবং অনলাইন জরিপের ওপর নির্ভর করে গবেষণায় এ ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে, মানুষ সুখের এই জিজ্ঞাসাভিত্তিক বিষয়গুলোতে অর্থের চেয়ে সময়কেই বেশি প্রাধান্য দিচ্ছে। যেটা শুরুতেই বলেছিলাম; অবাধ পুঁজির এই যুগে এই ফলাফলকে অনেকেই মেকি বা মিথ্যা বলতে পারেন, কারণ সবাই মনে করেন, অর্থ হলে সুখ আর অ-ধরা থাকে না। আর্থিক নিরাপত্তা সুখকে অনেকটাই কাছে এনে দেয়। কিন্তু গবেষণায় তা ভুল প্রমাণ হয়েছে। অংশগ্রহণকারীরা বলেছে, আর্থিক নিরাপত্তার একটি বিষয় থাকলেও প্রকৃত সুখলাভের জন্য অর্থেল চেয়ে সময়ই অধিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিবাহিতরা অধিক সময় নিয়ে সুখি হতে বেশি আগ্রহী। এমনকি, এতে যদি কাউকে ‘এ’ ক্যাটাগরির নাগরিক থেকে ‘বি’ ক্যাটাগরিতেও নেমে আসতে হয়, তবুও তারা সময়কে গুরুত্ব দিয়ে সুখি হতে চায়। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।