Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিরাপত্তার ঝুঁকিতে না পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার নয় : কিম

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিরাপত্তার ঝুঁকি আসার আগ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসার আগ পর্যন্ত যে কোন ধরনের পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকবে তার উত্তর কোরিয়া। কংগ্রেস চলাকালে এক বক্তব্যে কিম জং-উন বলেন, একটি দায়িত্বশীল পারমাণবিক অস্ত্র ব্যবহারে সক্ষম রাষ্ট্র হিসেবে আমরা ততক্ষণ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকব, যতক্ষণ আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত না আসবে। উত্তর কোরিয়া গত কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উপর পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা করতে পারবে বলে বিবৃতি দিয়ে আসছিল। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তার ঝুঁকিতে না পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার নয় : কিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ