মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতাকে হত্যার ঘটনায় দেশটির গুজরাটের আমদাবাদের এক বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ওই চার্জশিটে নাম রয়েছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের। এনআইএর দাবি, এ ধরনের আরো হত্যাকা- ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি ও নরেন্দ্র মোদি সরকারের পতন নিশ্চিত করাই ছিল দাউদের উদ্দেশ্য। গত বছর ২ নভেম্বর গুজরাটের ভারুচে এলাকায় গুলি করে খুন করা হয় বিজেপি নেতা তথা সঙ্ঘ সদস্য শিরীষ বাঙালি এবং বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রাজ্ঞেশ মিস্ত্রিকে। ওই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে গত শনিবার বিচারপতি পি বি দেশাইয়ের কাছে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। আদালতে তারা জানিয়েছে, ওই দুই নেতাকে হত্যার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। ওই হত্যাকা-ে অন্য দুই অভিযুক্ত জাভেদ চিকনা এবং জাহিদ মিয়া যথাক্রমে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকায় থাকেন। গত শনিবার যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের অন্যতম আবিদ পাটেল জাভেদের ভাই। এনআইএ জানিয়েছে, শিরীষ এবং প্রাজ্ঞেশকে হত্যার জন্য সে আবিদকে ৫০ লাখ রুপি দিয়েছিল। জাভেদ ১৯৯৩ সালের মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার অন্যতম আসামি। সে দাউদের ঘনিষ্ঠ বলেও দাবি এনআইএর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।