মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পর্যবেক্ষক প্রতিনিধি দল। নির্বাচন কমিশন সুশৃঙ্খল ও পরিশীলিতভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে বলে অভিমত দিয়েছেন তারা।
রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে ভারতীয় পর্যবেক্ষক প্রতিনিধিদল এ প্রতিক্রিয়া জানায়।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন ভারতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্য পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব হোটেল সোনারগাঁওয়ে বিকেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারতের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা ও উষ্ণ সম্পর্ক রয়েছে। দু’দেশের নির্বাচন কমিশনের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে। সে কারণেই এই নির্বাচন পর্যবেক্ষণে আমরা তিন সদস্যের প্রতিনিধি এসেছি।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচন সুশৃঙ্খল ও পরিশিলীতভাবে সম্পন্ন করতে পেরেছে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ আমাদের চোখে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।