Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ প্রার্থী বিপুল ভোটে জয়ী

গাইবান্ধা-৩

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। ১৩২টি কেন্দ্রে চ‚ড়ান্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম জাতীয় পার্টির দিলারা খন্দকার পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট।
এছাড়া জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি ১১ হাজার ৬৩০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু ৫৪৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ পেয়েছেন ১ হাজার ৪৮ ভোট।
নির্বাচন কারচুপির অভিযোগ এনে দুপুরে জাসদের প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি ভোট বর্জনের ঘোষনা দেন। এ ব্যাপারে জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মোনা বলেন, ভোট বর্জনের বিষয়টি প্রার্থীর ব্যক্তিগত। এটা দলের কোন সিদ্ধান্ত নয়।
গাইবান্ধার সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই দুই উপজেলার ১৩২টি কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হয়। এতে ২ হাজার ৫ শত পুলিশ সদস্য, বিজিপি ২০ প্ল­­াটুন, র‌্যাব ২০ প্ল­াটুন ও ১ হাজার ৫৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শুরু থেকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে। দুই একটি কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েনি। তবে ভোট গ্রহণের নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহতভাবে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
সকাল ৮টা ২০ মিনিটে সাদুল্যাপুর উপজেলা সদরে পাইলট বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, দুই একজন করে ভোটার কেন্দ্রে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। কেন্দ্রে ভোটারদের কোন লাইন ছিল না। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৩৩৫ জন। সকাল পৌনে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২১১টি। অপরদিকে সাদুল্যাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ৩৩২ জন ভোটারের মধ্যে বেলা ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২০০টি। এছাড়া ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গা নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৮০ জন ভোটারের মধ্যে সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৮০ জন।
ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দ রহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় ২ হাজার ১০০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬০ জন। অপরদিকে ওই ইউনিয়নের টিয়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল পৌনে ১১টা পর্যন্ত ৪ হাজার ৪১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫০০ জন। বেলা পৌনে ১২টায় খোর্দ্দ কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১০০ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩২০ জনের।
পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২ হাজার ৭২৬ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে শতকরা ২৩ ভাগ বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার একেএম জাকির হোসেন। ওই উপজেলার সুইগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ২ হাজার ৫৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৫০ জন ভোটার। এ তথ্য জানিয়েছেন, ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজিব আহমেদ। পলাশবাড়ি টাউন হল মহিলা ভোট কেন্দ্রে ৩ হাজার ১০২ জন ভোটারের মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে শতকরা ৩৫ ভাগ। জানিয়েছেন প্রিজাইডিং অফিসার শফিউর রহমান চৌধুরী। অপরদিকে পলাশবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরুষ ভোট কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে শতকরা ৩১ ভাগ। জানিয়েছেন প্রিজাইডিং অফিসার নয়ন কুমার চক্রবর্ত্তী।
এদিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৩ হাজার ৭৮৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন শতকরা ৫০ ভাগ। জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মতিয়ার রহমান।
রিটার্নিং অফিসার ও গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন জানান, কোথাও থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গণনার পর ভোট প্রয়োগের হার সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ভোটের ফলাফল
রাত ৮টায় এরিপোর্ট লেখা পর্যন্ত ১৩২টি কেন্দ্রর মধ্যে ১১৩টির বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৬০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টির দিলারা খন্দকার পেয়েছেন ২১ হাজার ৯৭ ভোট। এছাড়া জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি ১০ হাজার ৩০১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু ৪৯৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোঃ জাহিদ পেয়েছেন ৯৫২ ভোট।
নির্বাচন কারচুপির অভিযোগ এনে দুপুরে জাসদের প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি ভোট বর্জনের ঘোষনা দেন। এ ব্যাপারে জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মোনা বলেন, ভোট বর্জনের বিষয়টি প্রার্থীর ব্যক্তিগত। এটা দলের কোন সিদ্ধান্ত নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ