গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ভোট কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের উপর হামলার অভিযোগে ভোট বর্জন করার ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রোববার দুপুরে বারিধারার বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। আন্দালিব রহমান অভিযোগ করে বলেন, এটা স্মরণকালের কলঙ্কিত নির্বাচন। ভোটাদেরকে ভোট দিতে দেয়া হচ্ছে না। সকাল থেকে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে ভোট কেন্দ্র দখল করে সিল মারছে। আমার এজেন্টদের উপর হামলা করে কেন্দ্রে থেকে বের করে দিয়েছে। যারা ভোট দিতে গেছেন তাদের ব্যালট পেপার টেবিলের ওপর রেখে নৌকায় সিল দিতে বাধ্য করছে আওয়ামী লীগের লোকজন। তিনি বলেন, কালাচানঁপুর ভোট কেন্দ্রে স্থানীয় কমিশনার বাবুলের নেতৃত্বে এজেন্টদের উপর হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এমনকি মহিলা এজেন্টরা ও রক্ষা পায়নি তাদের হাত থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।