গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা-৫ আসনের ডগাইর মাদ্রাসা কেন্দ্রে হামলা চালিয়েছে নৌকার প্রার্থী হাবিবুর রহমান মোল্লার লোকজন। এ অভিযোগ করে সরকারি এক কর্মকর্তা বেলা পৌনে ২টার দিকে জানান, তিনি ভোট দেয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু নৌকা মার্কার লোকজন সার্টিফাই না করার কারনে তার মতো আরও অনেক ভোটারকে ভোট দিতে দেয়া হচ্ছিল না। এক পর্যায়ে বেলা পৌনে ২টার দিকে একদল যুবক লাঠিসোটা নিয়ে ভোটারদের উপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। একই সাথে তিনিও ভয়ে পালিয়ে আসেন। সরকারি ওই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ভোট দিতে পারলাম না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।