Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-২ এ পুলিশের সহায়তায় নৌকা প্রতীকে সিল মেরে সকাল ১১টার মধ্যে ভোট শেষ : ধানের শীষের প্রাথীর অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১:৫৭ পিএম

ঢাকা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ প্রতীকের ব্যরিস্টার
ইরফান ইবনে আমান অমি তার আসনে সকাল ১১টার মধ্যেই ভোট শেষ হযে গেছে বলে
অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে
পুলিশের সহায়তায় নৌকা প্রতীকে সিল মারা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দাখিলের পর তিনি প্রেস
ব্রিফিংয়ে তার অভিযোগের কথা জানান।

তিনি অভিযোগ করেন ‘কোন কেন্দ্রেই ধানের শীষের পোলিং এজেন্টকে ঢুকতে না
দিয়ে আওয়ামীলী সন্ত্রাসীরা পুলিশের সাহায্যে ব্যালট পেপার ছিনিয়ে নৌকা
প্রতীকে সাল মারছে। আমার এজেন্টদের অনেক কেন্দ্রে গ্রেফতার করা হয়েছে।
তাই এই নির্বাচন কোনভাবেই গ্রহনযোগ্য না।

তিনি বলেন, আমি সকাল বেলা আমার নিজ কেন্দ্র মধুরচর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে ভোট দিতে যাই। গিয়ে দেখি কোন বুথে আমার পুলিং এজেন্ট নেই।
কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর ও সাভারে ( আমিন বাজার, ভাকুত্তা ও তেতুল
ঝোড়া ) ইউনিয়নের প্রতিটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়ে
আওয়ামীলীগ সন্ত্রাসীরা পুলিশের সাহায্যে ব্যালট পেপার নিয়ে সিল মারছে।
কিছু কিছু কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীদের বিএনপির পোলিং এজেন্ট হিসেবে
বসিয়ে রাখা হয়েছে। আজও পুলিশ বিভিন্ন কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের
গ্রেফতার করে নিয়ে যায়। হযরতপুর ইউনিয়নের আলগীরচর সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্র থেকে পোলিং এজেন্ট মো: মেজবাহউদ্দিনকে গ্রেফতার করে
নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ