গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর অধিকাংশ ভোট কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট নেই। অনেক স্থানে আবার ধানের শীষের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে ঢাকা-৬ আসনের বঙ্গভবন কেন্দ্র, শের-ই বাংলা মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র এবং ঢাকা ১৪ ও ঢাকা-১৫ আসনের কয়েকটি কেন্দ্রে ঘুরে একটিতেও নৌকা ও হাতপাখার প্রার্থীর বাদে অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্টকে ভোট কেন্দ্রে দেখা যায়নি। কেন্দ্র থেকে জানা যায়, নৌকা ও হাতপাখা বাদে অন্য কোন প্রার্থীর পোলিং এজেন্ট ভোটকেন্দ্রেই আসেনি।
এদিকে ঢাকা-৪ আসনের ৫৫টি কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভীর আহমেদ রবিন জানান, এ আসনে মোট ৭৭টি কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রেই আমাদের পোলিং এজেন্ট জোর করে বের করে দেয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় তাদের বের করে দিয়েছে।
তিনি বলেন, পোলিং এজেন্টরা এখন কেন্দ্রের বাইরে অবস্থান করলেও সেখান থেকেও তাদের সরে যেতে বলা হচ্ছে। এ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবুল হোসেন বাবলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।