Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিইসির সাথে সাক্ষাত করতে গেছেন মার্কিন রাষ্ট্রদূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৫:১৩ পিএম | আপডেট : ৬:৩৫ পিএম, ২৭ ডিসেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার সাথে সাক্ষাত করতে নির্বাচন ভবনে গেছেন মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। আজ বৃহস্পতিার বিকাল ৪টার কিছু আগে তিনি আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রবেশ করেন।
নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে মিলারের এই সাক্ষাত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
এর আগেও মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাত করেন। তখন তিনি বলেছিলেন, নির্বাচন গ্রহণযোগ্য না হলে এবং ভোটাররা নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে। আমরা সংঘাতহীন নির্বাচন দেখতে চাই। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় বলেও সে সময় জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ