Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে শ্রমিক কলোনির আগুনে ১৮২ ঘর ভস্মিভূত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১:৩১ পিএম
গাজিপুরের শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কলোনীর ১৮২ টি ঘর পুড়ে গেছে। পুড়ে গেছে মালামাল। আজ ভোরে চক্রবর্তী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাভার ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 
 
স্থানীয়রা বলছেন, এ কলোনিগুলোতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থাকত। আবদুল হামিদ বলেন, প্রথমে আনোয়ারা বেগমের মালিকানাধীন কলোনির একটি  ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই তা পাশের আলী হোসেন, আমজাদ হোসেন, ফাতেমা বেগম, খাদিজা বেগম, রাহেলা ও লুৎফর রহমানের মালিকানাধীন  শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে।
 
খবর পেয়ে সাভার ইপিজেড ফায়ার স্টেশনের তিনটি এবং কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ