Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারো কি বাছাই ক্রিকেটে লোক দেখানো এন্ট্রি?

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে রেকর্ড সংখ্যক ৮৪টি দলের অংশগ্রহণের অতীত আছে। অথচ সিসিডিএমএ তালিকাভুক্ত হওয়ার পরীক্ষায় তৃতীয় বিভাগ বাছাইপর্বে এন্ট্রি করতে এখন আর ক্লাবগুলোর হিড়িক পড়ে না। ৫ হাজার টাকা থেকে এন্ট্রি ফি বাড়তে বাড়তে ৫ লাখ টাকা স্পর্শ করায় গতবছর মাত্র ২টি ক্লাবের পে-অর্ডার জমা পড়েছে বিসিবিতে। আশ্চর্য হলেও সত্য, তৃতীয় বিভাগ বাছাইপর্বে না খেলেই এক্সিমো এবং ঢাকা ক্রিকেট একাডেমি ছাড়পত্র পেয়েছে তৃতীয় বিভাগের! দল গঠন না করে, ম্যাচ না খেলে এই এন্ট্রি করা ২টি ক্লাবের অবস্থান নির্ধারণে হয়েছে টস! এই অতীত থেকে শিক্ষা নেয়নি সিসিডিএম। এবারো ৫ লাখ টাকা এন্ট্রি ফি বহাল রেখেছে তারা তৃতীয় বিভাগ বাছাইপর্বে। দুদফায় এন্ট্রি আহŸান করেও সাড়া মেলেনি। গতকালই শেষ হয়েছে এন্ট্রি জমা দেয়ার সর্বশেষ সময়সীমা। মাত্র ৩টি ক্লাব তাদের প্যাডে জমা দিয়েছে এন্ট্রি। যার মধ্যে সিসিডিএম’র শর্ত মেনে শান্তিনগর ক্লাব তাদের প্যাডে ক্লাবের কমিটির নাম উল্লেখ করেছে শুধু। বিসিবির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু ক্লাবটির সভাপতি, সৈয়দ আলী আফসার ক্লাবটির সাধারণ সম্পাদক-এটাই জেনেছে সিসিডিএম। পূর্বাচল স্পোর্টস ক্লাব ও মোহাম্মদপুর একাডেমির প্যাডে এন্ট্রি জমা পড়লেও এই ক্লাব দু’টির পূর্ণাঙ্গ কমিটিই নাকি এন্ট্রির সঙ্গে সংযুক্ত করা হয়নি। তা হলে কি এই তিন ক্লাবকে নিয়ে শেষ পর্যন্ত লোক দেখানো তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট গড়াবে মাঠে, না গতবারের মতো টসে নিষ্পত্তি হবে বাছাইপর্বের চ্যাম্পিয়ন, রানার্স আপ?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবারো কি বাছাই ক্রিকেটে লোক দেখানো এন্ট্রি?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ