Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা-৩ আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির, শেষ মূহুর্তের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১০:২৮ এএম

পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলতঃ আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোঃ মকবুল হোসেন ও বিএনপিধানের শীষের প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের মধ্যে।প্রার্থীরা শেষ মূহুর্তের প্রচারনা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এ আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে উঠেছে প্রচার-প্রচারণা। আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মোঃ মকবুল হোসেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে তৃণমূল পর্যায়ে গণসংযোগ শুরু করেছিলেন। প্রতীক বরাদ্দের পর পূর্ণদমে উপজেলায় দিনভর গনসংযোগ, সভা-সমাবেশ ও মিছিল মিটিং করে বেড়াচ্ছেন। বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামও সভা ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এবারের নির্বাচনে এই আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওঃ মোঃ আঃ মুত্তালিব মাস্টার (হাতপাখা) ও গণতন্ত্রী পার্টির মোঃ খায়রুল আলম (কবুতর)। এ আসনে যিনি সাংসদ নির্বাচিত হন, সেই দলই বারবার সরকার গঠণ করে। এ কারণে আসনটি জেলায় গুরুত্বপূর্ণ। এই আসন থেকে বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির এমপি সংসদে প্রতিনিধিত্ব করেছেন। পাবনা ৩ আসনের নির্বাচনের মাঠ মূলতঃ আওয়ামী লীগের দখলে রয়েছে। এই আসনটি আওয়ামী লীগ চায় ধরে রাখতে আর বিএনপি মরিয়া পুনরুদ্ধারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ