Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুলতান মনসুরের গাড়ি বহরে পুলিশের লাঠিচার্জ , প্রতিরোধে আহত ৩ পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১০:০২ পিএম

জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের গাড়ি বহরে পুলিশী বাধার অভিযোগ করেছে তাঁর সমর্থকরা। তবে পুলিশ বলছে, নির্বাচন আচরণবিধি লংগণ করে মোটর সাইকেল শো‘ডাউন করায় পুলিশ বাধা দিয়েছে। এসময় পুলিশের সাথে সুলতান সমর্থকদের ধস্তাধস্তির ঘটে। খবর পেয়ে বিজিবির একটি টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়। এই ঘটনায় কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম সহ ৩ পুলিশ আহত হওয়ার খবর প্ওায়া গেছে। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা আব্দুল জলিল জামাল ও উপজেলা ছাত্রদল সভাপতি এম ফয়েজ উদ্দিন জানান, রাউৎগাঁও ইউনিয়নে নির্ধারিত পথসভার উদ্দেশে সুলতান মনসুর ও দলের কর্মী-সমর্থকরা রওয়ানা দেন। এসময় বহরের গাড়ির সাথে মোটর সাইকেলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর আকস্মিকভাবে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এসময় ১০/১৫জন নেতা-কর্মী আহত হন। স্থানীয় সূত্র জানায়, সুলতান মনসুরের সমর্থকেরা রাউৎগাঁও ইউনিয়নের পুরসাইবাজার থেকে মোটরসাইকেল দিয়ে শোডাউন দিতে চাইলে পুলিশ এসে বাধা দেয়, পরে লাঠিচার্জ শুরু করে। পুলিশি বাধাকে কেন্দ্র করে ওই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেখানে। পরে জাতীয় পার্টি (কাজী জাফর) দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক তিনবারের সাংসদ এড. নওয়াব আলী আব্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় দেবনাথ জানান- ‘ওই ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আমার এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছেন সুলতান মনসুর স্যার।’
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা বলেন- ‘একটি গোলযোগের চেষ্টার খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা রাউৎগাঁও এলাকায় অবস্থান নেয়। এসময় উনার (সুলতান মনসুর) বডিগার্ড, সমর্থকরা ৩ পুলিশ কর্মকর্তাকে আহত করেছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ