Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

উচ্ছাসিত পাভলিক, হতাশ অমলেশ উৎসবের রং নীল বেদনার রংও

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জেতে চট্টগ্রাম আবাহনী। ৫৫তম মিনিটে লিওনেল সেইন্ট প্রিয়াক্স মাটি কামড়ানো শটে দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন রুবেল মিয়া। স্বাধীনতা কাপের প্রথম শিরোপা জিতে উচ্ছ¡াসে ভাসছেন চট্টগ্রাম আবাহনী কোচ জোসেফ পাভলিক। জয়ের প্রতিক্রিয়ায় বন্দর নগরীর দলটির কোচ বলেন, ‘এটা (আমাদের জন্য) দারুণ টুর্নামেন্ট; দারুণ ফাইনাল এবং ছেলেদের পারফরম্যান্সও ছিল চমৎকার। এখন আমি সামনের দিকে তাকিয়ে আছি।’
দলবদলের জটিলতায় মামুনুল ইসলামসহ নির্ভরযোগ্য পাঁচ ফুটবলারকে ছাড়াই স্বাধীনতা কাপ শুরু করে চট্টগ্রাম আবাহনী। তবে হাতে থাকা ফুটবলারদের নিয়েই বাজিমাত করেছেন পাভলিক। সেøাভাকিয়ার এই কোচের বিশ্বাস মামুনুলরা ফিরলে তার দল আরও শক্তিশালী হবে, ‘আমার বিশ্বাস মামুনুল, নাসির, মুন্না, সোহেল ও রায়হান-এই পাঁচ জন ফিরবে এবং আমাদের দলটা আরও শক্তিশালী হবে।’
অন্যদিকে দ্বিতীয়ার্ধের দুই গোলে সর্বনাশ হয়ে যাওয়ায় রক্ষণভাগকে দুষছেন ঢাকা আবাহনী লিমিটেডের কোচ অমলেশ সেন। লি টাক, সানডে চিজোবা, কামারা সাররা-নির্ভরযোগ্য এই তিন বিদেশি খেলোয়াড় ফাইনালে আলো ছড়াতে পারেননি। তবে আক্রমণভাগের সমালোচনা করেননি আবাহনী কোচ অমলেশ। ব্যর্থতার দায় তিনি চাপিয়েছেন ডিফেন্ডারদের কাঁধে, ‘ডিফেন্ডারদের পারফরম্যান তাদের মান অনুযায়ী ছিল না। তারা আজ (গতকাল) ভুল করেছে। অফ-সাইড ভেবে তারা খেলা বন্ধ করেছে। দ্বিতীয়ার্ধেও তারা ব্যর্থ হয়ে দুটো গোল হজম করেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছাসিত পাভলিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ