Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাট টসেও টাই!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ব্যাট দিয়ে টস! এবারের বিগ ব্যাশ ক্রিকেট লিগ শুরুর আগে এমন খবর শুনে চক্ষু চড়কগাছ হয়েছে অনেকেরই। কয়েন বাদ দিয়ে আবার ব্যাট দিয়ে টস হয় কি করে? সেই কাজটিই করে দেখিয়েছে বিগ ব্যাশ আয়োজক কর্তৃপক্ষ। একটি বিশেষভাবে প্রস্তুতকৃত ব্যাটের দুই পাশে ‘ফ্ল্যাটস’ এবং ‘রুফস’ লিখে সেই ব্যাট ছুঁড়ে মারেন স্বাগতিক অধিনায়ক। নিজের পছন্দমতো ফ্ল্যাট বা রুফস ডেকে নেন অপর অধিনায়ক। এভাবে টসে পদ্ধতিটা বেশ সাড়া ফেলেছে ক্রিকেট বিশ্বে। প্রথম ৮টি ম্যাচে সফলভাবে ব্যাট টস পদ্ধতি কাজ করলেও নবম ম্যাচে এসে বেঁধে গিয়েছে ঝামেলা। পার্থ স্টেডিয়ামে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও পার্থ স্কোর্চার্সের মধ্যকার ম্যাচে ‘টাই’ হয়েছে টস।
স্বাগতিক অধিনায়ক হিসেবে ব্যাট ছুঁড়ে মারেন পার্থের অধিনায়ক অ্যাশটন টার্নার। রুফস ডাকেন অ্যাডিলেড অধিনায়ক কলিন ইনগ্রাম। কিন্তু ব্যাট যখন মাটিতে পড়লো তখন এটি দাঁড়িয়ে গেলো ভূমির ওপর লম্বালম্বি হয়ে। যার মানে ফ্ল্যাটস বা রুফস কোনোটিই নয়, অর্থ্যাৎ টাই। ক্রিকেট ম্যাচে টাই হলে না হয় অমীমাংসিত রেখে দেয়া হয় কিংবা সুপার ওভার খেলানো হয় কিন্তু টসে তো আর সে সুযোগ নেই।
তাই পুনরায় টার্নারকে ছুঁড়তে হলো ব্যাট। এবারও রুফস ডাকেন ইনগ্রাম। কিন্তু উপরের দিকে থাকে ফ্ল্যাটস। যে কারণে টসে জিতে যান স্বাগতিক অধিনায়ক টার্নারই। পরে টসের পাশাপাশি ম্যাচটিও জেতে তার দল। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পার্থ। স্বাগতিক বোলারদের তোপে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায় অ্যাডিলেড। যা তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পার্থ স্কোর্চার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাট টসেও টাই

২৭ ডিসেম্বর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ