বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর খিলক্ষেতে পিকআপ ভ্যানের ধাক্কায় রাকিবুর রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় চালক আওলাদ হোসেন (৩০) আহত হন। গতকাল দুপুর দেড়টার দিকে তিনশ’ ফিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের দু’জনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের সুলফিনা গ্রামে।
খিলক্ষেত থানার এএসআই মনোতোষ সরকার বলেন, তিনশ’ ফিটের বোয়ালিয়া ব্রিজের পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ৪টার দিকে রাকিব মারা যায়। ঘটনার পর পিকআপসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিায়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।