প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আয়ুষ্মান খুরানার দুটি চলচ্চিত্রে এই বছর বাণিজ্যিক সাফল্য পেয়েছে। তিনি একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে বলেছেন ‘আন্ধাধুন’ আর ‘বাধাই হো’ প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বলাই বাহুল্য এই দুটি ফিল্মটি প্রচলিত বাণিজ্যিক ধারার বলিউডি ফিল্ম থেকে ভিন্ন। তিনি বাণিজ্যিক ফিল্মে কাজ করতে আগ্রহী কি না জানতে চাইলে বলেন : “ বাণিজ্যিক ফিল্ম কী? আমি মনে করি সব ফিল্মই বাণিজ্যিক ফিল্ম কারণ সব ফিল্ম থেকেই আয় হয়। তবে যদি বলেন প্রচলিত ফিল্মে কাজ করতে চাই কি না, আমি বলব প্রচলিত ধারার ফিল্মে আমি খুশি মনেই অভিনয় করতে চাই। আমি প্রচলিত ধারার ফিল্ম দেখই বড় হয়েছি এবং আমি এর ভক্ত।” তিনি আরও বলেন, “যদি চিত্রনাট্য যৌক্তিক হয় তাহলে আমি অবশ্যই এমন ফিল্মে কাজ করতে চাই। যদি চিত্রনাট্য আকর্ষণীয়, বিনোদনমূলক আর ভঅর হয়, নয় কেন?” আয়ুষ্মান জানেন তার কাছে তা ভক্তদের প্রত্যাশা কেমন তাই সব সময় তিনি সবসময় তার সীমাকে ছাড়িয়ে যাবার চেষ্টা করেন আর প্রথম সারির পরিচালকদের সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, “জানি না, তবে ভাল চিত্রনাট্য যে কোনও জায়গা থেকে আসতে পারে। শ্রীরাম রাঘবন ছাড়া আমি প্রথম সারির পরিচালকের কাজ করিনি। ‘ভিকি ডোনার’-এর আগে সুজিত সরকার সুজিত সরকার ছিলেন না। শরত কাটারিয়া ‘দম লাগা কে হাইশা’র আগে শরত কাটারিয়া ছিলেন না। প্রসন্ন আর অমিত শর্মার ক্ষেত্রেও তাই। সুতরাং প্রতিভা যে কোনও সময় সৃষ্টি হতে পারে। শুধু ভাল চিত্রনাট্য আর ভাল প্রযোজক জরুরি।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।