গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কোটি কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবান্বিত করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যবসায়ীর নাম আলী হায়দার। তিনি মতিঝিলের একটি আমদানি রফতানিকারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের এমডি। গ্রেফতারের সময় নগদ প্রায় ৮ কোটি টাকা। এছাড়া ১০ কোটি টাকার চেক জব্দ করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’
তিনি বলেন, বিকালে মতিঝিলের সিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সস্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।