Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেছেন। সোচি’র কৃষ্ণসাগর অবকাশ কেন্দ্রে গত শুক্রবার উভয়ের সাক্ষাত অনুষ্ঠিত হয়। দু’দেশের সম্পর্ক জোরদার এবং দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ নিরসনের উপায় নিয়ে আলোচনা করাই এ সাক্ষাতের লক্ষ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের উত্তরাঞ্চলীয় চারটি দ্বীপ সোভিয়েত সৈন্যরা দখলে নেয়ার পর টোকিও-মস্কো সম্পর্কে ফাটল ধরে। এমনকি দুদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করা থেকেও দূরে থাকে। এরফলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। সফরের প্রাক্কালে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, দু’দেশের সম্পর্কে বহুমুখী জটিল বিষয় রয়েছে। উভয় দেশের গ্রহণযোগ্য আচরণের মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব। এর আগে গত এপ্রিলে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, বৈঠকের পর যত তাড়াতাড়ি সম্ভব শান্তি চুক্তিতে স্বাক্ষরের বিষয়ে আলোচনা শুরু করতে জাপান ও রাশিয়া সম্মত হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ