Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রিটেনের ইইউ ত্যাগ করা উচিত : ট্রাম্প

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, শরণার্থী সমস্যার কারণে দারুণ হুমকির মুখে আছে ইইউ অঞ্চলের দেশগুলো। কাজেই ব্রিটেনের উচিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে দেয়া। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নকে ছাড়াই ভালো থাকবে। এটা আমার ব্যক্তিগত অভিমত, কোনো অনুরোধ বা উপদেশ নয়। আমি ব্রিটেনকে বেশ ভালোভাবে চিনি। সেখানে আমার বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। আমি চাই, তারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ইউরোপের জন্য শরণার্থী মারাত্মক এক সমস্যা। আর সেই সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে ইউরোপীয় ইউনিয়ন।
অন্যদিকে, গত এক মাস ধরে ব্রিটেনকে ইইউর সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটেন ও জার্মানি সফরেও তিনি ব্রিটেনকে ইইউতে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি তখন জানিয়েছিলেন, ব্রিটেন ইইউভুক্ত না থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রানীর যুগের মতো হয়ে যাবে। ওবামার মতে, ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী একটি গোষ্ঠীকে নেতৃত্ব দেয়ার বদলে তা ছেড়ে দেয়াটা হবে ব্রিটেনের জন্য মারাত্মক ভুল। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেনের ইইউ ত্যাগ করা উচিত : ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ