Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের মুসলিম-নীতি ভুল : ক্যামেরন

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আলোচনায় আসার পর থেকেই বিতর্কিত। তার বর্ণবাদী-সাম্প্রদায়িক বিভিন্ন নীতির কড়া সমালোচনা করে চলেছেন বিশ্বের শীর্ষ পর্যায়ের নেতারা। সেই সমালোচকদের একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ক’দিন আগেই বলেছিলেন, ট্রাম্পের মুসলিম বিষয়ক নীতি ভুল। তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে যে মত পোষণ করেন তাও ভুল। গত বৃহস্পতিবার এই কথাটি আরও জোর দিয়ে বললেন ক্যামেরন। তিনি সাফ জানিয়ে দেন, ট্রাম্পের এ নীতিকে নির্বুদ্ধিতা ও ভুল বলে তিনি যে মন্তব্য করেছেন, সেজন্য কখনোই দুঃখ প্রকাশ করবেন না। সংবাদমাধ্যমকে ক্যামেরন বলেন, আমি আমার সেই অবস্থান বদলাবো না, অবস্থান বদলাইনি এবং আমি স্পষ্ট করে বলতে চাই, সেই নীতিটি পুরোপুরি ভুল ছিল, ভুল আছে এবং ভুলই থাকবে। আমি এ বিষয়ে একেবারে স্পষ্ট। যদিও রিপাবলিকান পার্টির অপর দুই মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজ ও জন কাসিচ নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর ট্রাম্পের পথ পরিষ্কার হয়ে যাওয়ায় তাকে প্রাপ্য সম্মান জানান ক্যামেরন। বিবিসি, রয়টার্স।
‘আমেরিকা প্রথম’ নীতিতে ৫৭ ভাগ ভোটারের সমর্থন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের মুসলিম-নীতি ভুল : ক্যামেরন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ