গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা ৪ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সালাহ্উদ্দিন আহমেদের মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি। শেষ পর্যন্ত ধানের শীষ মিছিল করতে না পারলেও লাঙ্গলের সমর্থকরা দফায় দফায় মিছিল করেছে।
সালাহ্উদ্দিন আহমেদ অভিযোগ করেন, তিনি ধানের শীষের একটি শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা করতে দেয়নি। উল্টো বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। তিনি বলেন, আমরা শান্তি চাই কোনো সংঘর্ষ চাই না । সেজন্য নেতাকর্মীরা শান্ত রয়েছে। তিনি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
জানতে চাইলে শ্যামপুর জোনের এসি ফয়সাল মাহমুদ জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন ধরনের উত্তেজনা যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য আমরা হস্তক্ষেপ করেছি। যাদের আটক করা হয়েছে পরে যাচাই-বাছাই করে তাদেরকে ছেড়ে দেয়া হবে বলেও জানান পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল বের করেন সালাহ্উদ্দিন আহমেদ। তবে পুলিশি বাধার কারণে মিছিলটি বাসার সামনে থেকে অগ্রসর হতে পারে নি। এ সময় তাকে বারবার উপস্থিত পুলিশের উর্ধ্বতন পুলিশের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
এই পরিস্থিতিতে বেলা সাড়ে ১০টার দিকে লাঙ্গলের একটি মিছিল সেখানে এলে পরিস্থিতি উত্তেজনায় রুপ নেয়। লাঙ্গলের ওই মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে পুলিশ মিছিলটিকে সরিয়ে দিলে কোন ধরণের অনাকঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এদিকে ধানের শীষের নেতাকর্মীরা মিছিল করতে না পারলেও বেশ কয়েক দফা মিছিল করেছে লাঙ্গল প্রতীক সমর্থিত নেতাকর্মীরা। তারা সালাউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসভবনের সামনে দিয়ে বেশ কয়েকবার মিছিল নিয়ে নিচে নিয়ে যায়।
বেলা সাড়ে ১১ টার দিকে বড় একটি মিছিল সালাউদ্দিন আহমেদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যান লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। এ সময় পুলিশকে সালাউদ্দিন আহমেদের বাসভবনের সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।