মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ গানসুরের স্কুলগুলোতে ধর্মচর্চা করা যাবে না বলে কঠোরভাবে জানিয়ে দিয়েছে প্রদেশটির সরকার। ধর্মের ওপর নিষেধাজ্ঞার বিষয়টির প্রতি যথাযথ আনুগত্য প্রদর্শন করতে হবে বলেও জানানো হয়েছে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে কোরআন তেলাওয়াত করা হচ্ছে- এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যায় গানসু প্রদেশ কর্তৃপক্ষ।
কমিউনিস্ট রাষ্ট্র চীনের নাস্তিক্যবাদী সরকারের নিয়মানুসারে পাবলিক স্কুলের সব পর্যায়ে ধর্ম নিষিদ্ধের বিষয়টি পুনর্ব্যক্ত করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর সরকার জানায়, এ ধরনের নিয়ম শিক্ষার্থীদের ধর্ম থেকে সুরক্ষিত রাখবে। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ভিডিওটি দেখে অনেক লোকই ক্ষিপ্ত হয়েছেন। তারা এর সমালোচনা করেছেন। গানসুর শিক্ষা বিভাগ এ ধরনের কাজের নিন্দা জানায়। এটা তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবে। শিক্ষা বিভাগের দাবি, সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কঠোরভাবে তাদের ক্যাম্পাসে ধর্মচর্চা নিষিদ্ধ করবে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অপরিচিত এক বালিকা কালো একটি হিজাব পরে তার সহপাঠীদের সঙ্গে শ্রেণিকক্ষে বসে কোরআন তেলাওয়াত করছে। তার সঙ্গে থাকা বাকিদেরও মুসলিম বলে মনে হচ্ছিল। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।