পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারাগারে বসেই ‘ককটেল ছুঁড়েছেন’ নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এমন আজগুবি অভিযোগ এনে তাকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট করার আবেদন করেছিল পুলিশ। শুনানির সময় নিজেদের ভুল বুঝতে পেরে তাকে শ্যোন অ্যারেস্ট না করতে আরও একটি আবেদন করে মামলার বাদী পুলিশের এসআই অসীম দাশ। আর এ ভুলের জন্য আদালতের কাছে ক্ষমাও চান তিনি। রোববার মহানগর হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে এ ঘটনা ঘটে।
আবুল হাশেম বক্করের আইনজীবী সাবেক মহানগর পিপি আবদুস সাত্তার বলেন, গত ২৬ অক্টোবর আবুল হাশেম বক্করকে গ্রেফতার করে পুলিশ। সেদিন থেকে তিনি কারাগারে আছেন। এরমধ্যে গত ২ নভেম্বর চান্দগাঁও থানা এলাকায় ককটেল ছোঁড়ার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। কারাগারে বসে কিভাবে আবুল হাশেম বক্কর ককটেল ছুঁড়েছেন এ প্রশ্ন দেখা দেয়ার পর তাকে ওই মামলায় গ্রেফতার না দেখানোর আবেদন করে পুলিশ। তিনি বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে কিভাবে গায়েবি মামলা হচ্ছে এটি তার জ্বলন্ত উদাহরণ। গত কয়েক মাস ধরে একের পর এক গায়েবি মামলা দিয়ে যাচ্ছে পুলিশ। আর এসব মামলায় নিরপরাধ লোকজনকে ধরে আসামি করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।