Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইনচ্যুত হয়েও দেড় কিলোমিটার চলল, ট্রেন অল্পের জন্য রক্ষা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সান্তাহার জংশন স্টেশনের কাছে খুলনা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর সীমান্ত ট্রেনটি লাইনচ্যুত হয়েও প্রায় দেড় কিলোমিটার চলার পর থামে। অল্পের জন্য রক্ষা পায় শত শত ট্রেন যাত্রী। এতে রেললাইন, ¯িøপার, ইনকর, পেটবব ¯েপ্রন্ডেল ক্লিপের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকা, খুলনা রাজশাহীসহ উত্তরাঞ্চলের সব রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেনটি গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টারদিকে সান্তাহার জংশন স্টেশন থেকে চিলাহাটির উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে। স্টেশনের লেভেল ক্রসিং গেটের কাছে ট্রেনের ৭৩১১ নম্বর বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে ৩টি মাটিতে ছিটকে পড়ে। পোঁওতা রেলগেটের কাছে একটি বড় রেলব্রীজ পার হয়েও এ অবস্থায় প্রায় দেড় কিলোমিটার চলে ট্রেনটি। এ সময় ট্রেনের ভিতরে যাত্রীদের ছোটাছুটি আত্মচিৎকারের একপর্যায়ে ট্রেনের এ্যাটেনডেন্ট গার্ড বিষয়টি ট্রেন পরিচালককে জানানোর পর তিনি মোবাইল ফোনে চালককে জানালে চালক বিজি পুকুর নামক স্থানে ট্রেন থামায়। এ ঘটনার পর থেকে ঠাকুরগাঁ থেকে ঢাকা, খুলনা রাজশাহীসহ উত্তরাঞ্চলের সব রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উল্লেখিত ট্রেনসহ ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী দ্রতযান, রাজশাহী থেকে নীলফামারীগামী আন্ত:নগর তিতুমীর, নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র, সৈয়দপুর থেকে খুলনাগামী আন্ত:নগর রুপসা ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। সকাল সাড়ে ১০টারদিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছার পর ট্রেনের উদ্ধার কাজ শুরু করা হয় এবং দুপুর ২টায় উদ্ধার কাজ শেষ হলে বিকেল ৩টার পর স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। 
ঈশ্বরদী লোকোমোটিভ এলএম ট্রেনচালক ময়নুল হোসেন ও সহকারী রকিবুল ইসলামের সাথে কথা বললে তারা জানান, প্রথমে ঘটনা বুঝতে পারিনি পরিচালক বলার সাথে সাথে ট্রেন ষ্টপ করা হয়। রেলের বিভাগীয় কর্মকর্তা ডিএম ইডিএস টিইডি এনটুডিটিও ঘটনাস্থল পরিদর্শন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ