Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি আপনাদের মাঝে অনেক দিন বেঁচে থাকতে চাই -কাজী হায়াৎ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চিকিৎসার জন্য আবারো যুক্তরাষ্ট্রে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। গত রবিবার তিনি নিউ ইয়র্ক গিয়েছেন। চলতি বছর মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তখন নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তার হার্টের রিং পরানোর হয়েছিল। সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়েন। তার ঘাড়ের একটি রক্তনালী ব্লক হয়ে গেছে। তাই চিকিৎসার জন্য নিউইয়র্কে গিয়েছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কাজী হায়াৎ একটি ভিডিও বার্তার মাধ্যমে চিকিৎসার বিষয়টি সবাইকে জানান তিনি। ছেলে কাজী মারুফের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে কাজী হায়াৎ বলেন, প্রিয় দেশবাসী এবং আমার ভক্তবৃন্দ। আমি জানি, সারাদেশে আমার অসংখ্য ভক্ত ছড়িয়ে আছে। যারা আমাকে ভালোবাসেন ও শুভ কামনা জানান। তাদের ভালোবাসা অনেক গভীর। আমি ঢাকার বিমানবন্দরে বসে কথাগুলো বলছি। আমার চিকিৎসার জন্য যাচ্ছি নিউইয়র্কে। জানি না, চিকিৎসা কেমন হবে। তবে এ রোগের কথা আমি অথবা আমার আত্মীয়-স্বজনসহ অন্য কারো হয়েছে, সেটা আগে শুনিনি। আমার ঘাড়ের যে রক্তনালীটি দিয়ে মাথায় রক্ত পৌঁছায়, সেটি নাকি বøক হয়ে গেছে। তাই বাইপাস করতে হবে। বাংলাদেশে এই রোগের চিকিৎসা হয় না। দোয়া করবেন, আমি যাতে ফিরে আসি। যেদিন আপনারা ভোট দেবেন উৎসবমুখর পরিবেশে, হয়তো সেদিন আমি থাকবো অপারেশনের টেবিলে। আমি যাতে ভালোভাবে ফিরে আসতে পারি তাই আমার জন্য দোয়া করবেন। দেশের জন্য দোয়া করবেন, যে দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি, যে দেশকে আমি ভালোবাসি, যে দেশের জন্য আমি সিনেমা নির্মাণ করেছি। যে দেশের কথা আমি সিনেমায় সবসময়ই বলার চেষ্টা করেছি, ক্ষত চিহ্নগুলো সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি। তিনি বলেন, আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আরও অনেকদিন। আমার স্বপ্ন আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আবার বাংলাদেশের মাটিতে এসে অ্যাকশন-কাট বলবো। পদ্মা সেতু দিয়ে আমার গ্রামের বাড়ির মধুমতীর পারে চলে যাবো। যেখানে শৈশবে-কৈশোরে সাঁতার কেটেছি। আমজাদ হোসেনকে নিয়ে তিনি বলেন, আমজাদ হোসেন চলে গেলেন। তার আত্মার জন্য শান্তি কামনা করছি। এতো প্রিয় একজন মানুষ ছিলেন আমার, কিন্তু শেষ দেখা হলো না। আমি বিমানবন্দরে চলে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ