Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসা শেষে দেশে ফিরছেন কাজী হায়াৎ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

গত ৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ খবর যে একেবারে গুজব ছিল, তা নিশ্চিত করেন তার ছেলে চিত্রনায়ক মারুফ। কাজী হায়াৎ সুস্থ আছেন এবং চিকিৎসা শেষে আজ দেশে ফিরবেন। চিকিৎসার উদ্দেশ্যে গত ২২ ডিসেম্বর নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। সেজন্য তার ঘাড়ের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। চলচ্চিত্র প্রযোজক মো. ইকবাল জানান, হায়াৎ ভাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তার সঙ্গে আলাপ করেছি। তিনি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। জানিয়েছেন তার অপারেশন করা লাগেনি। তিনি জানান, হায়াৎ ভাইয়ের শরীরে যে রগগুলোতে রক্তাচলাজল বন্ধ ছিল, চিকিৎসা নেওয়ার পর আবার সচল হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৩ জানুয়ারি দেশে ফিরবেন। ফিরে দু-চারদিন বিশ্রাম নিয়ে আমার সিনেমা বীর-এর শূটিং শুরু করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশে ফিরছেন কাজী হায়াৎ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ