Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে পুলিশ ও প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে বিএনপিকে গ্রেফতার আতঙ্কে রাখছে -সৈয়দ একরামুজ্জামানের

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ৮:২১ পিএম
 
 
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ১ নাসিরনগরে জাতীয় ঐক্যফ্রন্ট  মনোনিত প্রার্থী এস এ কে একরামুজ্জামান জরুরী ভিত্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে অভিযোগ করে তিনি বলেন নাসিরনগরে আ.লীগকে স্বাগতম জানিয়ে বিএনপির সাথে প্রহসন করছে স্থানীয় প্রশাসন। অতচ প্রধান নির্বাচন কমিশন (সিইসি) লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির আশ্বাস দিলেও আমার কর্মীসমর্থক ও নেতা কর্মীদেরকে প্রতিনিয়ত হুমকি-ধুমকি ও গ্রেফতার আতঙ্কে ঘর বাড়ি ছারা করছে পুলিশের ছত্রছায়ায় থাকা আওয়ামীলীগের পেটুয়া বাহিনী। রাতের গভীরে প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের ঘরে না পেয়ে তাদের আসবাব পত্র তছনছ করছে। আজ সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রার্থীর বাসভবনে সংলগ্ন হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিএম ফরহাদ হোসেন নির্বাচনী আচরণবিধি ব্যত্যয় ঘটালেও প্রশাসন তাকে সব ধরণের সহায়তা করছে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সাথে বিমাতা স্বরুপ আচরণ করছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রিটানিং কর্মকর্তা, নির্বাচন কমিশন, প্রশাসনের কাছে সমান সুযোগের দাবি জানাই। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের জন্য দাবি জানাই। আগামী ৩০ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। যতই দমন নিপীড়ন আসুক মাঠ ছাড়বনা, জনগণের হাতে তাদের বিজয়কে সুনিশ্চিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলন উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমরাও খান, সাবেক এমপি এস এম সাফি মাহমুদ, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, সৈয়দ মাহমুদ জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ