Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরে আইন পেশার সকলকে ভোটের মাঠে থাকার আহবান ঐক্যজোট প্রার্থী অমিতের

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ৫:৩৭ পিএম

যশোর সদর আসনের ঐক্যজোট প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারী দলের নির্দেশনা তামিল করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন লোকজনকে আটক করছে, যাদের থানা বা আদালত সম্পর্কে কোন ধারণা নেই। সোমবার দুপুরে যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আইন পেশার সাথে জড়িত সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, আইনজীবীরা বা আইন পেশার মানুষেরা সব সময় রাষ্ট্রের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে, আইন বর্হিভূত সবকিছু রুখে দিয়েছে। তাই ৩০ ডিসেম্বর দেশের প্রয়োজনে আইন পেশার সকল মানুষকে ভোটের মাঠে উপস্থিত থাকতে হবে। ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে।
যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন এড সাবেরুল হক সাবু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক পিপি এড. মুনিরুল হুদা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ইসহাক, যশোর জেলা বিএনপির সহ সভাপতি এড জাফর সাদিক, সিনিয়ার আইনজীবী শেখর চন্দ্র হালদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ