একাদশ শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জের একাংশ) আসনে
বিএনপির
ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক
বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সকালে গোসাইরহাট উপজেলার হেলিপ্যাডের কাছে
বিএনপির মিছিলে এই হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন
বিএনপি নেতারা। হামলার পর সেখানে আতঙ্ক বিরাজ করছে। নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন।
মিয়া নুরুদ্দিন অপু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ছিলেন। তার মনোনয়নে এলাকায়
বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। তিনি শরিয়তপুরে
বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন।
এ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সাংসদ নাহিম রাজ্জাক। তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের ছেলে। বাবার মৃত্যুর পর তিনি প্রথমে উপনির্বাচন ও পরে ২০১৪ সালের বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।