প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ড্রামা ফিল্ম ‘দ্য মিউল’ পরিচালনা করেছেন ক্লিন্ট ইস্টউড। ‘স্পেস কাউবয়জ’ (২০০২), ‘মিস্টিক রিভার’ (২০০৩), ‘মিলিয়ন ডলার বেবি’ (২০০৪), ‘লেটার্স ফ্রম ইয়ো জিমা’ (২০০৭), ‘গ্র্যান টোরিনো’ (২০০৮), ‘চেইঞ্জলিং’ (২০০৮), ‘ইনভিক্টাস’ (২০০৯), ‘জে. এডগার’ (২০১১), ‘জার্যি বয়জ’ (২০১৪), ‘সালি’ (২০১৬) এবং ‘অ্যামেরিকান স্নাইপার’ ইস্টউড পরিচালিত কয়েকটি নন্দিত চল”িচত্র। স্যাম ডলনিকের লেখা ‘সিনালোয়া কার্টেল’স নাইন্টি-ইয়ার-ওল্ড ড্রাগ মিউল’ প্রতিবেদন অবলম্বনে চল”িচত্রটি নির্মিত হয়েছে। আর্ল স্টোন (ক্লিন্ট ইস্টউড) তার জীবনের ভুলগুলো পুরো অবগত আছে। সে যে ভাল স্বামী বা ভাল বাবা কখনও ছিল না তা তার জানা আছে। স্ত্রী মেরি (ডায়েন ওয়ায়েস্ট) তাকে ছেড়ে চলে গেছে আর কন্যা আইরিসের (অ্যালিসন ইস্টউড) সঙ্গে সে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায়। ৮০ বছরের বেশি বয়সে তাকে দেউলিয়া ঘোষণা করা হয়। তবে গাড়ি চালাবার একটি কাজ পেয়ে যায় সে। নিজের অজান্তে সে মেক্সিকান কার্টেলদের মাদক পরিবহণ শুরু করে। মাল পরিবহণে দক্ষতার কারণে মাদক পাচারকারীরা ক্রমে পরিমাণ বাড়িয়ে চলে। একসময় মাদক এজেন্সির দৃষ্টি আকৃষ্ট হয়ে যায়। এজেন্ট কলিন বেটস (ব্র্যাডলি কুপার) তার পিছে লাগে। আর্ল যখন সব গুছিয়ে তার জীবনের ভুলগুলো শোধরাবার চেষ্টা চালিয়ে যা”েছ তখন কলিন তাকে বমাল ধরতে খুব কাছাকাছি এসে পড়ে।
হলিউড শীর্ষ পাঁচ
১ স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স
২ দ্য মিউল
৩ ড. স্যুস’ দ্য গ্রি
৪ রাল্ফ ব্রেকস দি ইন্টারনেট
৫ মরটাল এনজিন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।