Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসডিজি অর্জনে নারী-পুরুষ সবাইকে সাথে নিয়ে এগোতে হবে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ৮:৫০ পিএম

টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি অর্জনে যেমন নারী-পুরুষ সবাইকে সাথে নিয়ে এগোতে হবে, তেমনি ভাগ্য পরিবর্তনে পরিশ্রমী হতে হবে নারীকেও। এসডিজি অর্জনে বাংলাদেশ ইস্যু ও জেন্ডার সমতা নিয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

রোববার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ, সংস্থার চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

বক্তারা বলেন, সুষম উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচী রয়েছে। আধুনিক শিক্ষা অর্জনের মাধ্যমে তৃণমূলের অনেক নার্‌ীই দক্ষ হয়ে গড়ে উঠছেন। আবার, ক্ষুদ্রঋণ বা ব্যক্তি উদ্যোগেও উদ্যোক্তা হয়ে গড়ে উঠছেন কেউ কেউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসডিজি

১৩ জুলাই, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ