মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাত্র আট বছর বয়সে পৃথিবীর দু’টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় ভারতের সমান্যু পথুরাজু। তার বাড়ি হায়দ্রাবাদ শহরে। গত ২ এপ্রিল সবচেয়ে কমবয়সী হিসেবে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত চূড়ায় সফলভাবে আরোহণের পরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পবর্তশৃঙ্গ মাউন্ট কোসকিউসজো জয় করেছে সে।
তার বয়সে অনেকে পর্বতারোহণ তো দূরে থাক পুকুরে নামতেই ভয় পায়। কিন্তু দুটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে সবাইকে অবাক করে দিয়েছেন পথুরাজু। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পাঁচ সদস্যের একটি দল নিয়ে গত ১২ ডিসেম্বর ২ হাজার ২২৮ মিটার উঁচু মাউন্ট কোসকিউসজো জয় করে সে।
মা ও বোন সহ মোট পাঁচ জনের দল রওনা দিয়েছিল অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ পবর্তশৃঙ্গ মাউন্ট কোসকিউসজোর উদ্দেশে। মাউন্ট কোসকিউসজো সফলভাবে আরোহণ করার পর সমান্যু পথুরাজু বলে, ‘এরই মধ্যে আমি চারটি পর্বতশৃঙ্গ জয় করেছি। এবার জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। বড় হয়ে আমি বিমানবাহিনীর কর্মকর্তা হতে চাই।’
সমান্যুর পর্বত আরোহণের শখ তৈরি হয় তার স্কুলের এক অনুষ্ঠান থেকে। এরপর সে তার পরিবারকে এ কথা বোঝাতে থাকে। অবশ্য পরিবাররে সদস্যরাও সব সময় তাকে সহযোগিতা করেছে। তার সব অভিযানের সঙ্গী যে তার বোনসহ পরিবারের অন্য সদস্যরা।
তেলাঙ্গানার তাঁত শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে সমান্যু পথুরাজু ও তার দল তাঁতে বোনা পোশাক পরে অভিযানে গিয়েছিল। সমান্যু পথুরাজুর মা এ সম্পর্কে বলেন, ‘প্রত্যেকটি সামিটের (পর্বতারোহণ) পেছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া আমরা অভিযানে নামি না। এবার আমরা তেলাঙ্গানার তাঁতশিল্পকে বিশ্বের কাছে তুলে ধরেছি।’ সূত্র: ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।