পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
দখলদার ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৬ বছরের এক কিশোরসহ পশ্চিম তীর ও গাজায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার টানা সাপ্তাহিক বিক্ষোভে গাজা উপত্যকায় নিহত হন ফিলিস্তিনি। আর বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। গাজার ইসরাইল সীমান্তে মার্চ মাসে শুরু হওয়া গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচির অংশ হিসেবে ৩৯ তম সাপ্তাহিক কর্মসূচি হিসেবে শুক্রবার বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। ইসরাইল কয়েক দশকের দখলদারিত্বের বিরুদ্ধে এই বিক্ষোভ। মিডল ইস্ট আই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।